আবারো ভোজ

এবার আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডঃ এম, এ, রশীদ হল। আর কুয়েটে চ্যাম্পিয়ন মানেই আনলিমিটেড (আসলে লিমিটেড) গরু। গতকাল দেখলাম ৳৪০,০০০ দিয়ে একটা গরু নিয়ে আসা হয়েছে। আজ রাতে হবে ভোজন পর্ব। হিন্দুদের জন্য খাসি (আসলে মেয়ে ছাগল)।

ফাইনাল খেলা ছিল অমর একুশে হলের সাথে। খেলার শুরুতে রশীদ হলের অবস্থা ছিল করুণ। কিন্তু শুভ (সিএসই০৮) নেমে যে ৬ পিটানো শুরু করল তাতেই খেলা পাল্টে গেল। এরপর জায়েদ (সিই০৯) তো ৬ পিটানোর উৎসব করে ফেলল। আর বোলিং করতে নেমে প্রথম ওভারেই নিল ৩ উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ তখনই নিশ্চিত। বাকি ছিল শুধু শেষ ওভারের মজা। শেষ ওভারে যখন দেখা গেল একুশে হল আর পারবে না, তখন ক্যাপ্টেন তারেক (ইইই০৮) ৯ টা স্লিপ দিয়ে একুশে হল’কে চরম নাস্তানাবুদ করল। এই একুশে হলের পোলাপানই গ্রুপ পর্বে আমাদের সাথে জেতার পর বেশ খারাপ আচরণ করেছিল। মধুর প্রতিশোধ।

কাল আবার মাসিক ফিস্ট। নাহ, ওজনটা আর কমানো গেল না। 😀

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.