যা দিয়েছ তুমি আমায়

অনেকদিন হয়ে গেল জীবনপাতায় কিছুই লেখা হল না। গত ৬ তারিখে বিসিএস পরীক্ষা দেয়ার পর তেমন কাজ খুঁজে পাচ্ছি না। অফিসেও খুব বেশি কাজ থাকে না। আজ সারাটা দিন বসে বসেই কাটালাম। Postman Pat The Movie দেখলাম দুই বারে। একবারে টানা কোন মুভি শেষ করতে পারি না আর। আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলো যে প্রযুক্তির থাবায় হারিয়ে যাচ্ছে তার সুন্দর উপস্থাপন করা হয়েছে মুভিটাতে। গানগুলোও খুব সুন্দর।

গত কয়েক মাসে অনেকগুলো ভাল খারাপ সব ঘটনাই ঘটেছে। অফিসের কাজে প্রথমবারের মত বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল। অসম্ভব উত্তেজনা কাজ করেছে। সব কিছু যেন ছিল স্বপ্ন।

তার পর থেকেই সবকিছু যেন এলোমেলো হতে শুরু করল। কেনার ২ মাসের মাঝে সাধের মোবাইলটাও পকেটমার হয়ে গেল। একটা ভাল বেতনের চাকুরীর সন্ধান করেই চলেছি। কোনভাবেই কিছু করে উঠতে পারছি না। লজ্জায় ডুবে থাকি বেশিরভাগ সময়ে। বাড়ি যেতে চাই, পারি না। এর মাঝেও অফিসে নতুন কলিগরা সমবয়সী আর কাছাকাছি মেন্টালিটির হওয়ার কিছুটা রক্ষা হয়েছে। কিন্তু ওরাও বেশি দিন থাকবে না।

কোন এক অজানা টানে সময় করে ফেসবুকে টাইম কাটাচ্ছি। জানি, যোগফল শুন্য!

যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান…

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.